স্মার্ট হোম কি? What is smarthome? স্মার্ট হোম এর সুবিধাগুলো কি? (Advantages of smart home)

 


প্রশ্নঃ স্মার্ট হোম কি? What is smart home? স্মার্ট হোম এর সুবিধাগুলো কি?

The Best Smart Home Devices for 2021
স্মার্ট হোম কি(What is smart home)


স্মার্ট হোমঃ যে বাসস্থান রিমোট কন্ট্রোল এবং প্রোগ্রামিং ডিভাইসের মাধ্যমে এর হিটিং, কুলিং, লাইটিং এবং সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা হয় সে বাসস্থানকে স্মার্ট হোম বলা হয়। ইহা একটি হোম অটেমেশন সিস্টেম।

র্স্মাট হোমের ব্যাখ্যাঃ ইন্টারনেট ও প্রযুক্তিনির্ভর, রিমোট কন্ট্রোলিং বাড়ি হল স্মার্ট হোম যেখানে নিন্ম লিখিত বৈশিষ্ট্য গুলি থাকতে পারে।

র্স্মাট হোম ধারণার সাথে তিনটি বৈশিষ্ট্য জড়িত

১.দেখাশুনা করা (Monitoring)  সেন্সর নেটওয়ার্কের মাধ্যমে, বহবৎমু, দক্ষতা, বাসিন্দাদের আচরণের ডেটা সংগ্রহ করা।

২.কন্ট্রোল (control): দূরবর্তী স্থান হতে যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ডিভাইস নিয়ন্ত্রণ করা।

৩.ইউজার ইন্টারফেস (User interface): হোম ডিসপ্লে, পিসি, ট্যাব, স্মার্ট হোম ইত্যাদি মাধ্যমে ক্লাউড ভিত্তি সেবা।

র্স্মাট হোমের সুবিধা (Advantages of smart home)

১.ঘরে বসে ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করা যায়।

২.অফিসের গুরুত্বপূর্ণ কাজ ঘরে বসে করা যায়।

৩.ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে যে কোন পণ্য ক্রয় করা যায়।

৪.বাসার বাইরে থাকাকালীন সময়ে কেউ ঘরে আসলে সিকিউরিটি অ্যালার্টের সাহায্যে মোবাইল ফোনে জানা যায়।

৫.বাসায় কোন সমস্যা হলে (যেমন আগুন লাগলে) হিট সেন্সরের মাধ্যমে তথ্য পাওয়া যায়।

৬.রিমোট কন্ট্রোল ডিভাইসের মাধ্যমে লাইট, ফেন, দরজা, জানালা অন-অফ করা যঅয়।

৭.টেলিমেডিসিন সুবিধা গ্রহণ করা যায়।

৮.স্বয়ংক্রীয় যন্ত্রপাতি ব্যবহার করে ঘরবাড়ি বাগান পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়।

৯.ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে বিভিন্ন জিনিস যেমন চাবি, মানি ব্যাগ সহজে খুঁজে পাওয়া যায়।



আরো কিছু প্রশ্ন












ব্রিজ কী?

আউটসোর্সিং কী?

বায়োমেট্রিক পদ্ধতি আসলে কি?

সাইবার ক্রাইম মানে কি? 

কৃত্রিম বুদ্ধিমত্তা কি

ওয়াইম্যাক্স কি?

রোবটিকস বা রোবট কি?রোবটের গঠনগত উপাদানসমূহ কি কি?

ক্রায়োসার্জারি মানে কি? 

অফিস অটোমেশন বলতে কি বুঝ?

 ই-হেলথ কী? টেলিমেডিসিন একটি সেবা আলোচানা কর।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী,

জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির

তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?

ভার্চুয়াল রিয়েলিটি কী?

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?

দুরশিক্ষণ বা ডিসট্যান্স লার্নিং 

ন্যানো টেকনোলজি বলতে কি বুঝ? 

টেলি কনফারেন্স ও ভিডিও কনফারেন্স কী?

 ওয়াইফাই এর পূর্ণরূপ কি

ই-কমার্স কি? 

ই মেইল কী?

স্মার্ট হোম এর সুবিধাগুলো কি?

জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির

ডেটা কমিউনিকেশন সিস্টেম কাকে বলে? 

বায়োইনফরমেট্রিক্স কি

সাধারণত রোমিং বলতে আমরা কি বুঝি?

Bluetooth কী? ব্লুটুথ এর বৈশিষ্ট্য লিখ

তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?

ডেটা ট্রান্সমিশন মোড কি?








No comments

Don't share any link

Theme images by rusm. Powered by Blogger.